টেম্পেল রান (মিরপুর এডিশন )
প্রবিত্র মাহেরমজান প্রায় শেষ দিকে। এই রমজানে প্রায় প্রতিদিনএক্টিভ ছিলাম কিন্তু লং রান তেমন একটা দেয়া হয়নি। তাই আজ অনেক টা হুট্ করে আমি আর ফরিদ ভাই স্লো পেসে একটা হাফ ম্যারাথন দিবো বলে বের হয়ে গেলাম । নিকেতন পার্কের সামনে থেকে শুরু করলাম দৌড় গুলশান -১ ,২ হয়ে বারিধারা ডিওএইচএস পার করে ক্যান্টনমেন্টে ঢুকে গেলাম কিছু সময় রান করার পর গার্ডের বাঁধার মুখে দৌড়ের গতি ঘুরাতে বাধ্য হলাম মিরপুর এর দিকে। ক্যান্টনমেন্ট থাকে মিরপুর ১৪ নম্বর দিয়ে বের হলাম। কিন্তু যতই মিরপুর ১০ এর দিকে এগচ্ছি রাস্তায় ততোই ভিড় বাড়ছিল। একটা সময় দৌড় বন্ধ করে নিজের গা বাঁচিয়ে হাঁটতে ও কষ্ট হচ্ছিলো। মোবাইলে টেম্পেল রান গেম টা তে যেভাবে দৌড়াতে দৌড়াতে ভবিভিন্ন বাঁধা কাটিয়ে এগুতে হয় অনেকটা সেভাবেই আস্তে আস্তে এগুলাম। এর পর মিরপুর ১০ হয়ে আগারগাঁও এর দিকে যাত্রা শুরু করলাম মেট্রো রেলের পিলারের নাম্বার গুনতে গুনতে। দুঃখের বিষয় মিরপুর ১০ হয়ে আগারগাঁও এর ফুটপাথ মূত্র বিসর্জনকারীরা তাদের কর্ম দিয়ে আমোনিয়া গ্যাসের গন্ধে মাতোয়ারা করে রেখেছে তাই বাধ্য হয়ে একটু ঝুঁকি নিয়ে প্রধান রাস্তা দিয়েই দৌড়ে আগারগাঁও হয়ে বিজয়স্মরণী পারকরে তেজাগাঁও এর দিকে এগুলাম এর পর নিকেতন আস্তে আস্তে ২৪ কিলোমিটার হয়ে গেলো। যাইহোক এতটা দৌড়ালাম তাই উপভোগ তো করতেই হবে কারণ আমি মনে করি প্রতিটা দৌড়ের আলাদা আলাদা গল্প থাকে। যেটা হয়তো অল্পতে লিখে শেষ করা যায় না
হ্যাপি রানিং