রানারদের জন্য একটি অপ্রয়োজনীয় আবিষ্কার !
আবিষ্কার কখনো অপ্রয়োজনীয় হয়? হয়তো হয়। আচ্ছা প্ৰয়োজনীয় কি অপ্রয়োজনীয় সেটা আপনারাই বলবেন। আমি নিকেতনের রাস্তায় বেশিরভাগ সময় সন্ধ্যায় দৌড়াই কিন্তু সমস্যা হলো এ সময়টা তে প্রচুর লোকজন এবং অবশ্যই গাড়ি থাকে। আমি রানিং করলে সামনে বা পিছন থেকে দেখতে পায় না। আমি রানিং এর সময় নিজের ব্রেইনকে ব্যাস্ত রাখতে পছন্দ করি তাই কবিতা লেখি বা অন্য ক্রিয়েটিভ কিছু নিতে ভাবতে ভালো লাগে । তাই সমস্যা টি নিয়ে ভাবা শুরু করলাম। ছোটবেলা থেকেই ইলেক্ট্রনিক্সের প্রতি আমার অগাধ অন্ধ ভালোবাসা। জাতীয় পুরুস্কার ও পেয়ে ছিলাম যাই হোক সে আরেক গল্প। আর নিজের এই সামান্য ইলেক্ট্রনসের জ্ঞান দিয়ে সমাধান বের করার চেষ্টা করলাম।
যদিও এর খুব সহজ সমাধান হলো বাইসাইকেলের ইনডিকেটর লাইট ব্যবহার করলেই হয়ে যায়। আমি একটু মজার বিষয় ভাবলাম। আচ্ছা আমরা রানিংয়ের সময় প্রচুর এনার্জি বার্ন করি তাই না ? তো এই এনার্জি দিয়ে কাজে কিছু করাযায় কিনা? আমি জানতাম পাইজোইলেকট্রিক কোনো সারফেসে প্রেসার দিলে বিদ্যুৎ উৎপন্ন হয় তাই এই সহজ আইডিয়া টা বেছে নিলাম এ সমস্যা সমাধানের জন্য। আমার কাছে অলরেডি পাইজোইলেকট্রিক স্পিকে রয়েছে। তাই আজ বন্ধের দিনটাকে একটু কাজে লাগিয়ে রানারদের জন্য একটি অপ্রয়োজনীয় আবিষ্কার ! করে ফেললাম যা কোনো ব্যাটারি ছাড়াই নিজের রানিং শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করবে। ডিভাইসটি কে একটু আপডেট করলে মোবাইল চার্জ বিস্তারিত আমি ভিডিও তে বলেছি। ভিডিও টি দেখে জানাবেন আবিস্কার টি প্ৰয়োজনীয় বা অপ্রয়োজনীয়।