Ahamed Minto

Full Stack Developer

React Developer

Angular Developer

NodeJS Developer

Flutter developer

Ionic Developer

C# WebAPI Developer

PHP Developer

Marathon runner

.Net Core Developer

Ahamed Minto

Full Stack Developer

React Developer

Angular Developer

NodeJS Developer

Flutter developer

Ionic Developer

C# WebAPI Developer

PHP Developer

Marathon runner

.Net Core Developer

Blog Post

ঘুম ঘুম রাত | A Song of Lost Dreams & Rediscovered Emotions

ঘুম ঘুম রাত | A Song of Lost Dreams & Rediscovered Emotions

এই গানটির কথা প্রথম লিখেছিলাম ২০১০ সালে। কিন্তু জীবনের নানা ঘাত-প্রতিঘাতে সেই কথাগুলো কোথাও হারিয়ে গিয়েছিল। দীর্ঘদিন পর, অনেক স্মৃতি এবং আবেগের ভেতর দিয়ে আবার সেই কথাগুলোকে খুঁজে পেলাম। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু এই গানের প্রতি আমার অনুভূতি কখনোই বদলায়নি।

এটা শুধু একটা গান নয়, বরং আমার হৃদয়ের একটা অংশ। এই গানের প্রতিটি শব্দে আমি আমার ভালোবাসা, কষ্ট, এবং অপেক্ষার অনুভূতিগুলোকে লুকিয়ে রেখেছি। আমার জন্য এই গানটা তখন যেমন প্রিয় ছিল, আজও ঠিক তেমনই আছে।
– আহমেদ মিন্টু

প্রিয় সে গিটার, বাজছে না আর
চুপি চুপি তার কথা ভাবছি আবার
জ্যোৎস্না রাতে চাই হারাতে
হাত রেখে এই হাত তোমার হাতে


আজ ঘুম ঘুম, ঘুম কেড়েছে, স্বপ্ন তোমার
একটু ছোঁয়া দেবে কি, এই জীবনে আমার?
আজ ঘুম ঘুম, ঘুম কেড়েছে, স্বপ্ন তোমার
একটু ছোঁয়া দেবে কি, এই জীবনে আমার?



ভুলে গেছি আমি একাকী থাকা
নতুন করে যেন বাঁচতে শেখা
তোমারই ঠিকানা, আমারই সীমানা
অপেক্ষার দিন কাটছে না যে আর


আজ ঘুম ঘুম, ঘুম কেড়েছে, স্বপ্ন তোমার
একটু ছোঁয়া দেবে কি, এই জীবনে আমার?
আজ ঘুম ঘুম, ঘুম কেড়েছে, স্বপ্ন তোমার
একটু ছোঁয়া দেবে কি, এই জীবনে আমার?



তোমার ছায়া খুঁজেছি, দিন রাতের মাঝে
হারানোর ভয়, যেন ধরা দিয়েছে কাছে
স্বপ্নে আজও দেখি তোমারই পথ
আলোয় ঢাকা এই রাতের অন্ধকার যত


আজ ঘুম ঘুম, ঘুম কেড়েছে, স্বপ্ন তোমার
একটু ছোঁয়া দেবে কি, এই জীবনে আমার?
আজ ঘুম ঘুম, ঘুম কেড়েছে, স্বপ্ন তোমার
একটু ছোঁয়া দেবে কি, এই জীবনে আমার?



তোমার কথা ভেবে রাত পার হয়
তোমার অপেক্ষায় কাটছে সময়
তোমারই ছোঁয়া যেন সুর হয়ে বাজে
এ জীবনের প্রতিটি স্রোতে মিশে


আজ ঘুম ঘুম, ঘুম কেড়েছে, স্বপ্ন তোমার
একটু ছোঁয়া দেবে কি, এই জীবনে আমার?
আজ ঘুম ঘুম, ঘুম কেড়েছে, স্বপ্ন তোমার
একটু ছোঁয়া দেবে কি, এই জীবনে আমার?


তুমি ছাড়া এই পথের শেষ কোথায়?
তোমায় ছাড়া কোনো কালে পাইনি আশ্রয়
আজও তোমার ছোঁয়া চাই, সময়ের ভিড়ে
একটু থেমে দেখো, আমায় দাও অধিকার।

Write a comment