পাপ -পুন্য
August 18, 2023
কবিতা

পাপ -পুন্য
আহামেদ মিন্টু
আমার কিছু স্বপ্ন ছিলো
আমার কিছু সাধ
আমার কিছু পূণ্য ছিলো
এবং অপরাধ
আমার কিছু ইচ্ছে ছিলো
আমার কিছু আশা
আমার কিছু রাগ ছিলো
খুবই সর্বনাশা
আমার কিছু আঁধার ছিলো
আমার কিছু আলো
আমার কিছু মন্দ ছিলো
আমার কিছু ভালো
আমার কিছু কান্না ছিলো
আমার কিছু হাঁসি
আমার কিছু অতীত ছিলো
ভুলতে ভালোবাসি
আমার কিছু গান ছিলো
আমার কিছু ছড়া
আমার কিছু সুর ছিলো
হয়নি আজও গড়া
আমার কিছু কথা ছিলো
আমার কিছু গল্প
আমার কিছু কষ্ট ছিলো
হয়তো অল্প-সল্প